যতবার কোন নারীকে স্পর্শ করতে চেয়েছি
দিব্য আলোয় কিংবা কল্পলোকে,
ততবারই ভেসে ওঠে তার ছবি।
অথচ, আমি তার নাম দিয়েছি "অধরা স্পর্শ"।
তাকে না দেখা যায়, না ছোয়া যায়
কেবলই ঝাপসা আভা;
অমৃত শুধা তার অনুভূতি জুরে
শ্রাবণ ক্রান্তিকালীন প্রভা।
আমি সহস্র শতাব্দীর টগবগে তরুণ
বিদ্রোহী এক কুমার
যে স্পর্শে মৃত্যু লিখা, তাকেই খুঁজি;
হয়ে যেতে ছাড়খার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন