বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

অন্বেষণ

কি খুঁজে বেড়িয়েছিলাম জানিনা।
হয়তো জানতাম,
নিজের উপর আস্থা ছিল না;
তাই তো না বলা কথা নিয়ে
অবিরাম ছুটে চলা;
উদ্দেশ্যহীনভাবে ছুটে চলার সাথে
অবচেতন মনের আকাঙ্খা।
  
এক হাজার দুইশ সাতচল্লিশটি দূর্গ চুরমার হয়ে গেল,
একে একে পরখ করা হল সব পুষ্প।
সবই যেন হয় ভূল;
তেইশ হাজার পাচশ চুয়াত্তর প্রজাতি থেকে
খুঁজে নিয়েছি তাঁকে;
ভালবাসার কলমিফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন