বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

মোড়ক

কখনো কি বৃষ্টিকে রাঙিয়ে দিয়েছো কি রামধনুর সপ্তবর্ণে
খোজিয়া বেড়াও কি শুভ্রমেঘ নীলাকাশ গহীনে
শরতের কাশবন কি ছুয়ে দিয়েছে কভূ হাত
কখনো দেখছ কি গোধূলি প্রভাত
রাতের গায়ে কি মেখেছো একমুঠো জ্যোৎস্না
কখনো কি সূর্যস্নানে হারিয়ে গেছে কান্না
কভূ কি শুনেছ শুষ্ক সবুজের মর্মর কোলাহল
দেখেছ কি একখানি বক উকি দিয়ে দেখে শতদল
চিনেছ চকলেট, কোকোয়ার বীজ দেখেছো কি?
মোড়ানো মোড়কে নয়, প্রকৃতির মাঝেই আমি থাকি।

জানুয়ারি ০৭, ২০২০ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন