আমি অস্তিত্বহীন, অনেকটাই দর্পনের মতো
যেখানে তোমার স্বপ্নে মিশে থাকা ইচ্ছেগুলি
অবচেতন মনে খেলা করে।
তোমার হাসির সাথে মিশে তরঙ্গের মত
কান্না সাথে ভেসে যায় সমুদ্রপানে।
তোমি যখন সম্মোহনী চোখে এগিয়ে আসো
এক পা দু পা করে...
আমিও এগিয়ে আসি
কাছে থেকে আরো কাছে।
হাত বাড়িয়ো না প্রিয়তমা
আমি যে কেবল তোমার অনুভূতি প্রতিফলিত করি,
না কেউ আমাকে স্পর্শ করতে পারে
না আমি কাউকে স্পর্শ করতে পারি।
আমি অস্তিত্বহীন, অনেকটাই দর্পনের মত
যেখানে তোমার স্বপ্নে মিশে থাকা ইচ্ছেগুলি
নিষ্ঠুর বাস্তবতায় ছিন্নভিন্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
অস্তিত্বহীন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন