প্রিয়তমা,
তুমি কুরুক্ষেত্রের বুক জুরে বিস্তৃত দ্রোণাচার্যের চক্রব্যূহ,
যেখানে আর কেউ প্রবেশ করার স্পর্ধা রাখে না।
আর আমি?
আমি সেই অভাগা সেই অভিমন্যু...
যার সৃষ্টি কঠিন সেই চক্র ছিন্নভিন্ন করে
সেই অধরাকে কেবল একবার স্পর্শ করার নেশায়।
আর অধরা স্পর্শ?
সেই অধরা স্পর্শের পরতে পরতে
মৃত্যু অধীর আগ্রহে অপেক্ষা করছে,
আমাকে আরও একবার আলিঙ্গন করবে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন