প্রিয়তমা,
তুমি যেভাবে ভালবাসা বুঝতে পার
হয়ত সেভাবে ভালবাসতে পারিনা।
কিন্তু আমি আমার মতই ভালবাসি,
হয়ত একটু বেশিই ভালবাসি তোমাকে।
.
ভালবাসি তোমার গায়ের দুর্গন্ধ
তোমার লুকিয়ে থাকা কলঙ্ক
তোমার নামের সাথে জড়িয়ে থাকা
প্রতি নিরর্থক কিংবা প্রগাঢ় শব্দ
ভালবাসি তোমার হাসি, তোমার কান্না
তোমার লুকিয়ে রাখা দুষ্টুমির ভান্ডার,
ফেলে দেয়া পেন্সিলের মুন্ডো, কাগজ ছিন্নভিন্ন,
ভালবাসি বলেই, এখনো সেই পুরোনো
টিলাগড় ইকো পার্কের স্মৃতিতে খোঁজি
তোমার ফেলে আসা পদচিহ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন