মঙ্গলবার, ৫ মে, ২০২০

অদৃশ্য বন্ধন

- এখানে ঘন বৃষ্টি হচ্ছে।
-- আমার এখানে জুম বৃষ্টি নেই এখন, কমে গেছে
-আমি ভাবছি অন্য কথা।
তোকে ত্যাগ দিবো কি করে?
--ছেড়ে যাওয়াটা কি খুবই জরুরী?
--অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি
-আমি তো তোকে ছাড়তে পারব না
--আমাকে দিয়ে তুই কি করবি?
কিছুই তো পাবিনা।
-তুই যে আমার হৃদয়ের তৃষ্ণা…
--পান তো করে নিয়েছিস
-সে তো দেহের ক্ষুধা,
হৃদয়ের তৃষ্ণা তো অনন্তকালের
যেন হাজার বছর ধরে এমনই এক মানবীর জন্য অপেক্ষা করে ছিলাম।
--মনে আছে, প্রথম যেবার হাত ছুঁয়েছিলি?
-তুই কি তখন বুঝতে পারিসনি যে, কতটা চমকে উঠেছিল তোর হৃদয়?
পুরো আকাশগঙ্গা থেমে গিয়েছিল মুহুর্তের জন্য।
যেন এ অধরা স্পর্শের জন্যই ধরনীতে হাজারবার এসেছিলাম আমরা,
একে অপরকে খুঁজে ফিরেছি জন্মজন্মান্তরে।
-- আমার ভয় লাগে, তারপর আমি কি তোকে আর ছাড়তে না পারি…
যদি থেকে যাই?
- ছাড়বি না,
আমরা  তো এক হয়ে গেছি।
--আমার গলা শুকিয়ে যাচ্ছে।
- আরে পাগল, আমি তো সব কিছু তোর ইচ্ছের উপরই ছেড়ে দিলাম।
.
অদৃশ্য বন্ধন (কথোপকথন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন