তুমি ভাবো তুমি অন্যকারো
অথচ আমি ভাবি তুমি আমার,
আসলে ভালবাসা একটা ভাবনা ছাড়া কি বা আর!
যদিও তুমি আমার নয়,
তবুও তুমি আমার।
দরজার ওপাশে প্রহর গুনছি,
তোমি এসে ডাকবে বলে
অন্য কারো নিমন্ত্রণে তোমি হারালে
আমার জন্য কেবল তোমি আর তোমার জন্য সে,
শূন্য হাতে দুজনই মোরা, কাকে দেবে কে?
.
কবিতাঃ #ত্রিভূজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন