প্রিয়তমা, তুমি যদি বৃক্ষ হও
একে একে পাতা ঝড়ে শূন্য হয়ে থাক
তবুও তোমায় ভালবাসি ছাড়তে পারব না'ক।
তোমায় ত্বকে যেদিন দেখা যাবে অজস্র রেখা
শুভ্র চুল বয়সের ভাঁজে,
সেদিনও অন্য কারো ঘর থেকে দেখবে
আমার লুকিয়ে রাখা ভালবাসা,
হিমালয়ের খাঁজে
প্রেয়সী, মধ্যে রাতের প্রথম প্রহরে
আমায় করিয়েছ স্নান,
স্বর্গ সুখের নৈসর্গিক স্মৃতি
এখনো হয়নি ম্লান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন