বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

মানুষের ভালবাসা

প্রিয়তমা,
যদি দেব দূত হতাম
তবে নিরদ্বিধায় বলে দিতাম আমার ভালবাসা নিষ্পাপ।
কিন্তু আমি মানুষ।
আমার কামনা আছে, বাসনা আছে
তোমার পাবার লোভ আছে
সৌন্দর্য দেখার লালসা আছে।

তোমার বল, "পাপ, পাপ!
ভালবাসা লোভ-লালসা, কামনা-বাসনার উর্ধ্বে।"
আমি কি তাহলে পাপী?

সৃষ্টিকর্তা ত্রুটিগুলো দিয়েছে বলেই তো আমি মানুষ।
মানুষ হয়ে দেব দূতের মত কি করে ভালবাসি বলো?
লালসা, তোমি আমাকেও দাও ম্যাকবেথের পরিণতি।
তবুও যদি ভালবাসতেই হয়,
মানুষের মতই ভালবাসব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন