হয়তো বা এটা শুধুই একটা কল্পনা
তোমি এক পৃথিবীর চাপা কষ্ট নিয়ে
বিকৃত মুখ মন্ডল চেপে ধরবে আমার বুকে,
বর্ণহীন সেই অশ্রুজলে ভিজে যাবে আমার সাদা টি-শার্ট।
.
না, সেদিন আর কোন তাড়া থাকবে না
অন্য কোথাও যাওয়ার নেই তোমার
আর কেউ অপেক্ষা করেও থাকবে না তোমার জন্য
তোমার নিঃশ্বাশ-প্রশ্বাশেই শুকিয়ে যাবে টি-শার্ট
শুধু থেকে যাবে নোনাজলের আঁকা একটি ক্ষীণ রেখা।
.
সেই ক্ষীণ রেখাটিকে আরও ম্লান করে দিতে
আলতো করে চেপে ধরব তোমার হাত।
তোমার সম্মোহনী চোখের লাজুক হাসিতে
স্বর্গ নেমে আসবে পৃথিবীর পথে।
শুধুই আজকের জন্য নয়
নতুন একটি আগামীর জন্য।
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
কল্পনায় একদিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন