সে আঁখির গভীরতা কত?
না কেউ কোনদিন অনুধাবন করতে পেরেছে
না কেউ কোনদিন অনুধাবন করতে পারবে।
আমি শুধু নিজের ভালবাসার ঘনত্ব বাড়াই
সে ঘনত্ব আমাকে নিয়ে গভীরে
আরও গভীরে।
পৃথিবী ঘুরে, সুর্য হেলে পড়ে
চাঁদ পুর্ণিমা খুইয়ে পুনঃ অমবশ্যায় ফিরে
দ্বাদশ মাসে চক্রবাকে বছর ফুঁড়িয়ে যায়
পেরিয়ে যায় যুগ, শতাব্দি-কাল
আর তার সাথে বেড়ে যায় না বলা ভালবাসার ঘনত্ব।
সে ঘনত্ব আমাকে নিয়ে গভীরে
আরও গভীরে।
আর কত গভীরে গেলে
সে আঁখির গভীরতা হৃদয় ছুঁতে পারবে
তোমি কি বলতে পার?
আমি তো বলতে পারিনা।
আর তাই তো
আমি শুধু নিজের ভালবাসার গভীরতা বাড়াই।
সে ঘনত্ব আমাকে নিয়ে গভীরে
আরও গভীরে।...
০৭.১০.২০১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন