বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

পুষ্পশয্যা

এপারে আমার তীক্ষ্ণ দৃষ্টি।
এক হাতে নিকোটিনের সাদা দন্ড
আর অন্যহাতে অ্যালকোহলের বর্ণহীন গ্লাস।
সপ্তমী চাঁদের আধো-আলোয়
মিশে যাচ্ছে ধূয়ার কুন্ডলীগুলি।

ওপারে তোমার ঝাপসা দৃষ্টি।
চোখের জলে ভিজে গেছে কানের লতি
উপরে ঘোরতে থাকা ফ্যানটির দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে থেকে
আমার কথাই তো ভাবছ তোমি।
তোমার উপরে থাকা মানুষটি এখন উন্মাদ।
সাত পাকে কিনা এ সুখ এখন তার অধিকার
হিংস্র বাঘের মত শিকার ভোগ করছে।
নেশায় বুদ হয়ে আমি রাস্তায় নেমে এলাম
চিৎকার করে সারা পৃথিবীকে বলতে থাকি
“আজ আমার প্রেয়সীর পুষ্পশয্যা”।
প্রেয়সীর পাশে থাকা মানুষটা
ততক্ষণে গুমিয়ে পড়েছে সুবোধ বালকের মত।
আর তোমি?
ধর্ষিতার মত নিজের দেহেই থু থু দিচ্ছ
এখন মনে হচ্ছে সাতপাক ঘুরেও সৃষ্টি হওয়া এ বন্ধন
পবিত্রতা লাভ করতে পারেনি।
সারা রাত স্নান করেও নিজের প্রতি ঘৃণা।
এ এক আজব খেলা।
দেহের সাথে মনের, মনের সাথে মনের
তোমার সাথে তোমার, আমার সাথে আমার।
.
.
*বিদ্রঃ স্থাপত্য বিভাগের ব্যাচমিট ত্বন্নীকে উৎসর্গকৃত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন