শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

নীল কবিতা

কবিতা যেখানে নীল
ফুল যেখানে সংখ্যা
শিউলী যেখানে অমর
প্রেম যেখানে কেবলই একটা মাত্রা,
আমি মাটি ভেদ করে
বের করে আরেক আকাশ
সমান্তরাল রশ্মির গাণিতিক সূত্র ধরে
সে পথেই করিব যাত্রা।
শনির বলয় কাটাতেই দেখি
গোড়ায় গণ্ডগোল,
আমি কি শুরু করব নতুন করে...
না'কি আকাশগঙ্গার ওপার থেকে
খুজে নেব কলমিফুল?
.
December 17, 2018
Exam hall.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন