তুলির ছবিতে আকা,
চোখ তার মেঘে ঢাকা,
মুখখানি মায়ামাখা....
প্রভাত বেলা।
বিদিশার আধার কাল,
কেশগুলি এলোমেলো,
বাতাসেতে চন-চল....
করিছে খেলা।
মুক্তা ঝড়ানো হাসি,
ঝড়ে পরে রাশি রাশি,
কয় যেন ভালবাসি...
কিন্তু কাহারে?
মেঘবালিকা সাজে,
স্বপ্নের পঙ্খিরাজে,
কি যে বলে আজেবাজে....
"সে তো তোমারে"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন