শুধু একদিন ফুল হাতে তোমার সামনে দাড়িয়েছি
কিন্তু তোমি একটা দিনই দেখলে।
সেই একটা দিনের পিছনের গল্পটা জানলে না
তোমার সামনে দু'মিনিট দাড়াব বলে
নিজেকে প্রস্তুত করেছি দু'সহস্র মিনিট ধরে।
তোমি তো শুধু একগুচ্ছ কদম ফুলই দেখলে
এর আগে কতগুলি ব্যর্থ ফুল
গোলাপ, জবা, জুই আর রজনীগন্ধা
দিবালোকে পাদুকায় পিষ্ট হয়েছে
তোমার কাছে যাবে যাবে করে।
সেই নিষ্পাপ ফুলের আর্তচিৎকার
তোমার কানে পৌছল না।
November 30, 2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন