বসে আছি আমি আর তোমি।
পাশাপাশি নয়
সামনা-সামনি।
যেন পুরানো দিনের হিসাব মিটিয়ে
নতুন এক ইতিহাস সৃষ্টি হবে।
তোমার মুখে জ্যোৎস্না আছড়ে পড়ছে।
অথচ আমার মুখ
ঐ হাজার বছরের অমাবস্যায় ঢাকা।
চাঁদ তো একটাই
সামনা-সামনি দাড়ালে সে নিঃস্ব হয়ে যায়।
দুজনকে আলো দেয়ার ক্ষমতা তার নেই।
তোমি কি একটু আমার পাশাপাশি দাড়াবে?
হাতে রাখবে কি হাত?
তোমার হাতে হাত রেখে
পূর্ণিমার আলোর দিকে মুখ করে
আমরা হেটে যাব একটুখানি সময়।
#চন্দ্রাবতী
June 10 at 3:47am
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন