মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

তবুও তো বেচে আছি

হারিয়ে গেছো অনেক আগেই
ভূলতে কি পেরেছি এক চিমটি?
হয়তো বা না।
পুরোনো ডায়রির পাতা নাড়াচাড়া করি,
লিখতে কি পেরেছি নতুন একটি কবিতা তোমাকে ছাড়া?
হয়তো বা না।
ষোড়শী অন্য কোন বালিকার চোখে সপে দিতে কি পেরেছি
তোমাকে নিয়ে দেখা স্বপ্ন?
তাও না।

কখনো বলিনি, তোমাকে ছাড়া বাচব না।
নিঃসঙ্গ দেহটাকে কি ঝুলিয়েছি দড়িতে?
না।
বেচে তো আছি।
তোমাকে ছাড়াও তো বাচতে পারি।
সেও এক জীবন।
ছন্দহীন, বর্ণহীন
এখানে শুধু একটা জীবনই আছে।
কিন্তু সে জীবনের কোন রং নেই
কোন বর্ণ নেই
কোন গন্ধ নেই
কোন স্বপ্ন নেই
কোন উদ্দেশ্য নেই
নেই কোন অনুভূতিও।
তবুও তো বেচে আছি।

October 13, 2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন