যতটা ভালবাসতে চেয়েছি ততটাই কি ভেসেছি?
যতটা ভালবেসেছি ততটাই কি তোমি উপলদ্ধি করতে পেরেছ?
যতটা অনুভূতি তোমার মাঝে ছিল ততটুকুই কি আমি বুঝতে পেরেছি?
বুঝা আর না বুঝার জগতে বসবাস করে না বুঝার পাল্লাটাই যে ভারী।
আমরা কেউ কি কখনো সে ভার হালকা করতে চেয়েছি? তাহলে কি লাভ আর কবিতা লিখে?
এতটুকুতেই না হয় থাক।
#Sep_26_2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন