প্রায় বছর তিনেক আগে
আমি মরে গিয়েছিলাম।
নিঃসার দেহটি পড়েছিল
তপ্ত সাহারার বুকে
একটা শকুনি আমাকে ঠুকরে ঠুকরে খাচ্ছিল।
তবুও আমার ভাল লাগত
কেননা, সেই শকুনিটাকে আমি ভালবাসতাম।
তিন বছরের ব্যাবধানে
যখন প্রায় নিঃশেষের পথে
ঠিক তখনই দেখা পেলাম
এক নতুন বসন্তের।
মরুভূমির বুকে শাখা মেলে দাড়াল
চিরহরিৎ সবুজের উদ্যান।
রঙ-বেরঙের নানা ফুল
ছুয়ে দিল আমার দেহ।
আমি ফিরে আসলাম
মৃত্যুর কূপ থেকে
দাড়িয়ে দেখি সামনে নতুন একটি পথ
নতুন একটা স্বপ্ন
আমি এখন সেই স্বপ্নের সাথে
আলিঙ্গন করতে চাই
আরও একবার খুজে পেতে চাই
বেচে থাকার মানে।
আরও একবার প্রত্যয় নিয়ে বলতে চাই,
আমারও একটি স্বপ্ন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন