অনেকদিন আগের কথা।
অনেক কিছু বলার ছিল;
অথচ, মুখোমুখি দাড়িয়ে কোন কথাই যেন বাকযন্ত্র থেকে বের হচ্ছিল না
সেদিন বুঝেছিলাম; আমি তোমার মাঝে হারিয়ে গেছি।
আর যেদিন তুমি একই প্রশ্ন বারবার করছিলে
মনে হল, তোমার বলার মতো আর কিছু নেই।
তোমার থেকে পালানোর সময়টা এসে গেছে।
সেদিন বুঝেছিলাম; আমি তোমার থেকে হারিয়ে গেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন