আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল?
বাসে, ট্রেনে কিংবা কোন অটোতে।
হয়তো তুমি দেখেছিলে আমি দেখিনি,
বা আমি এক পলকের জন্য তাকিয়ে পরের বার ফিরে তাকাই নি।
কে জানে হয়তো ফুটপাতে খানিকটা পথ পাশাপাশি হেঁটেছি;
সময়ের অবহেলায় কেউ কারো দিকে তাকানোও হয়নি।
আচ্ছা, আমরা কি একসাথে কখনো রাতের আকাশে অপূর্ণ সিতারা গুনেছি?
দুই মেরু থেকে কালপুরুষকে নিজের বলে দাবি করেছি
এই আসমান-জমিন-দরিয়া আমাদের মুলাকাতের জন্য উঠে পরে লাগেনি?
সেই সব বাদ দাও।
আমরা কি ধুসর-ঝাপসা গোধূলি-আভায় কেউ কাউকে কল্পনাও করিনি?
এতোটাও নির্লিপ্ত ছিলাম আমরা! ছিঃ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন