মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

অদৃশ্য একজন

আমি তোমার সামনে দাড়িয়ে,
অথচ, তোমি না-কি আমাকে খুঁজো।

দূর সাগরে, অরণ্য-পর্বতে
নদীর মোহনায়, জলের স্রোতে
সবুজ সরোবরে, অগ্নি শিখায়
লুকানো সত্যে, মিছে মায়ায়।

দাঁড়িয়েছি এত কাছে
তবুও তো খুঁজে পাওনি আজও...
অথচ, তোমি না-কি আমাকে খোঁজো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন