তুমিও একদিন বুঝবে, আমার মতো করে আর কেউ তোমাকে একটা বুঝতে চায়নি, তোমার গল্পগুলোকে আর কেউ এতটা আপন করে নেয়নি, তোমাকে আমার মতো করে আর কেউ এতটা ভাল বাসতে পারেনি।
একদিন তোমিও লুকিয়ে লুকিয়ে আমার স্মৃতিচারণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতাগুলো পড়ে খুব গোপনে নিজেকে খুঁজবে।
আমি দূর থেকে সেই আক্ষেপ হয়তো দেখব না, হয়তো বা দেখব কিন্তু ফিরে আসার সুযোগটা হয়তো থাকবে না।
এই সবের কিছুই চাইনা। যদি ভালবাসাই চাও, তবে আমার ভালবাসা কেন নয়? প্রিয়তমা, একবার চোখের দিকে তাকিয়ে দেখ, কত গভীরভাবে ভালবেসে ফেলেছি তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন