বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বিস্মৃত

সারা শহর জেনে গেছে তুমি আমার
তারপর হঠাৎ একদিন আমিও।
যে ছেলেটিকে নিজের ভালবাসা বলে জানতে
আমাদের সাথে প্রেমিক বলে পরিচয় করিয়ে দিতে,
সেও একদিন বুঝে গিয়েছিল;
তাই, তোমার শহর ছেড়ে পালিয়েছে দূরে।
সারা শহর জেনে গেছে তুমি আমার
কেবল তোমারই জানা বাকী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন