আমি কতটুকু তোমার হতে পেরেছি জানিনা;
আর কারো যে হতে পারব না এতটুকু তো জানি।
নিরবে নিরবে 'ভালবাসি' বলে বেড়াব,
হয়তো আরও একবার দুমড়ে-মুচড়ে যাব।
হয়তো তুমি বুঝতে পারবে হয়তো বা পারবে না...
আমার গল্প, আমার স্বপ্ন
অধরাই রয়ে যাবে জানি,
তবুও কি মায়া, কোন সে কায়া
বারবার দেয় হাতছানি।
হয়তো তুমি বুঝতে পারবে হয়তো বা পারবে না...
কতটুকু তোমার হতে পেরেছি জানিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন