শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

অচেনা শহর

অনেককাল আগে একটা অচেনা শহরে
আমি তাকে খুঁজেছিলাম
জানতাম, এই শহরে সে নেই;
তবুও খোঁজেছিলাম।
  
আর সম্ভাব্যতার অঙ্ককে মহাশূন্যে ছুড়ে 
সত্যি সত্যিই একদিন
সেই অচেনা শহরে তার আমি দেখাও পেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন