বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

সে যায় দূরে

সে যায় দূরে
তবুও পেছন ফিরে
তাকায় কেন ধীরে?
 
আমি নিরবে মরে
থাকি চুপ করে
কিন্তু ক্ষণিক পরে...
 
নিরাশা যে বাড়ে
ফিরে না'ক নীড়ে
ফের যায় দূরে।

উৎসর্গঃ তৃষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন