সে ঠিক সামনে
দাড়িয়ে আছে আনমনে
তবুও খুজে পাইনে
চলে আসি দূরে
ইট পাথরের নীড়ে
কাল বহে ধীরে
চোখ বুজে শেষে
খুজি ভিন দেশে
সতী বেহুলার বেশে
আমি মরে একবার
বেচে উঠে নিঃসাড়
সামনে যাই আবার
সে ঠিক সামনে
দাড়িয়ে আছে আনমনে
তবুও খুজে পাইনে
চলে আসি...
.....
(চলতেই থাকবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন