নিজের পাশে হয়তো কখনো কাউকে চেয়েছিলাম
হয়ত কোন এক মায়াবতী, বিপরীত স্বাভাবের
ঠিক কি চেয়েছি সেটা কখনো বুঝে উঠতে পারিনি;
সৃষ্টিকর্তা বুঝার সে ক্ষমতাটা আমাকে দেয়নি।
সবুজ ঘাস কিংবা পাথুরে দেয়ালের পথ ধরে হাটি,
হাটি আর ভাবি, কি চাই আমি?
হঠাৎ কোন এক মায়াবতীর লাজুক চোখে থমকে যাই
মনে হয়...... মনে হয়
"তাকেই তো আমি খুজছি,
ঠিক এমন একজন
যেমনটা আমি চাই।"
সময়ের সাথে আতশী কাচের নিচে পর্যবেক্ষণ করি
বেরিয়ে আসে কতগুলি অসম্পূর্ণতা।
দিন শেষ কিসের আকাঙ্খাকাটা যেন থেকেই যায়
ঠিক কিসের আকাঙ্খা
মনে হয় কখনো বুঝে উঠতে পারি,
কখনো বুঝে উঠতে পারি না।
আসলেই আমি কি চাই
সেটা কখনোই বুঝতে উঠতে পারিনা।
একটা চাপা অভিমান কাজ করে
কখনো নিজের প্রতি
কখনো ভগবানের প্রতি।
পরমেশ্বর নিজেকে বুঝার ক্ষমতাটা আমাকে দেয়নি।
.
#অবুঝ_পান্ডুলিপি
ইতিহাসঃ ডাস্টবিনে ফেলে দেয়ার সময় হঠাৎ দেখি একটা ছেড়া কাগজে দেখি কি যেন লেখা। হাতের লিখাটা আমার কিন্তু ঠিক কবে লিখা মনে করতে পারছিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন