শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বহুদিন তোমায় খুজিনা

বহুদিন তোমায় খুজিনা।
হয়তবা পাশেই ছিলে
শাশ্বত নৈশ কিংবা হিজলের বনে
বাতাবিলেবু, আম কিংবা কাঠালের ঘ্রাণে
শিউলী ফুলের সুবাস টানে।

হয়বা পাশেই ছিলে
ছায়া বৃক্ষের পাতা হয়ে
জ্যোৎস্না রাতের মায়া ছুয়ে
মোহনার মত নীরবে বয়ে

কিংবা হয়তবা পাশেই ছিলে
চলন বিলের জলখেলায়
রক্তরাঙা আবির অবেলায়
বেহুলার আশার ভেলায়।

হয়তবা পাশেই ছিলে,
বহুদিন তোমায় খুজিনা।
তোমি কি এমন করেই পাশে থাক
না কি খুজিয়া বেড়াও অন্য ঘোরে?
পথের ধারে
কিংবা অচেনা কোন এক নদীর তীরে।

#বহুদিন_তোমায়_খুজিনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন