চাঁদ যদি বলে
নীল জ্যোস্না তোমার নয়
আকাশ যদি বলে
শুভ্র মেঘ তোমার নয়
রাত যদি বলে
নিঃসঙ্গ ধ্রুবতারা তোমার নয়
কিংবা
ঘাস যদি বলে
স্নিগ্ধ সবুজ তোমার নয়
নদী যদি বলে
নিরব মোহনা তোমার নয়
পৃথিবী যদি বলে
জীবনী নিঃশ্বাশ তোমার নয়
তখন আমি কি করব?
আমি কি হারিয়ে যাব,
নাকি বিদ্রোহ করব
নাকি মিনতি?
নদী আর আকাশের কাছে
এই রাত, চাঁদ কিংবা স্নিগ্ধ সবুজের কাছে
অথবা নির্মম এই পৃথিবীর কাছে
তোমাকে নিয়ে শরতের আরও একটি ভোর দেখার জন্য
শিশির ভেজা ঘাসে এক জোড়া পদচিহ্ণ একে দেয়ার জন্য
কিংবা, পৃথীবিতে আরও একটুখানি কার্বণ ছড়িয়ে দেয়ার জন্য।
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
এপিটাফ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন