একদিন হঠাৎ করে তুলি সিদ্ধান্ত নিল সে আর এই ইউনিভার্সিটিতে আসবে না। অম্লান, সায়েম আর মিষ্টির মত সেও স্থাপত্যবিদ্যা থেকে অবসরগ্রহণ করল। বেশ কয়েকটি কারণে স্থাপত্য বিভাগ ওর কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। আমি নিজেও কয়েকবার খেয়াল করে দেখেছি ওর যে কতগুলি দূর্বল জায়গা ছিল সেগুলি নিয়ে ইনডাইরেক্টলি খোঁচা দেয়া হয়েছে। আমাদের কাছ থেকে এ আচরন মেনে নিতে পারেনি ও। আমাদের সবার সাথে বন্ধন ছিন্ন করে হারিয়ে গেল। সেও বছরখানিক আগের কথা। তারপর আর কখনোই ওর যোগাযোগ হয়নি। আমি নিজেও যোগাযোগের কোন চেষ্টা করে দেখিনি কোনদিন।
মনেপড়ে, তুলি যখন ওর বয়ফ্রেন্ডের সাথে কতগুলি সমস্যা কাটিয়ে সবকিছু প্রায় ঠিক হয়ে যাবার পর আমাকে একদিন বলেছিল, "দোস্ত, কাল আমরা বিয়ে করছি।"
শুনে আমি একটু সময় চুপ থেকে বলেছিলাম, "তোকে হয়ত বিয়ে করতে হবে নয়তো বা আর্কিটেকচার নিয়ে থাকতে হবে। দুটো একসাথে সম্ভব না। আর তুই যদি সত্যিই বিয়ে করিস তাহলে তবে বিয়েতে উপহারসরূপ আমি তোকে মেহেদী গিফট করতে চাই।"
কাজী অফিস গেলেও শেষ পর্যন্ত তার বিয়েটা করা হয়নি। হয়ত বা স্থাপত্যের প্রতি অনেক মমত্ববোধের জন্যই। বিয়ে বিষয়ক সংলাপ শেষ করে একসাথে নিচে নেমে গাড়িতে উঠে বসার পর সে ছুটতে লাগল পূর্বদিকে, আর আমি হাটতে লাগলাম পশ্চিমে।
দুজনের ভিন্ন দুটি দিক, ভিন্ন দুটি বাহন, ভিন্ন দুটি গতি তবুও মিশে গিয়েছিলাম কোন একটি বিন্দুতে।
গল্পঃ #ঝরাপাতা
বি.দ্র. মূল গল্পটা একটু বেশিই বড় ছিল। পুরোটা টাইপ করার সাহসও করে উঠতে পারিনি। পরে চিন্তুা করে দেখিছি, ভাল একটি উপসংহারই পুরো গল্পের প্রতিচ্ছবি হতে পারে। জানিনা কেমন হয়েছে।