সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বাংলা বসন্ত

তোমার মিথ্যে চোখে সে সত্যই খোয়াব বুনেছি
তার মাসুল দেবে কে?
ল্যাজারাসের মত মৃত্যু পর জাগা
বাংলা বসন্ত বিপ্লবে।
  
বোগেনভিলিয়ার কুঞ্জে কুঞ্জে রক্তের প্রতিধ্বনি
সে দাগ না আর মুছিবে,
অগণিত লাশের মূল্য চুকিয়ে
সে স্বর্গভূমি চায় কে?
  
(ঈষৎ সম্পাদিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন