গভীর সংকটের
দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বৈরাচার, দুর্নীতি আর আমলাতন্ত্রের ঘেরাকল অন্তরায় হয়ে
আছে দেশের উন্নতি। এ সংকট উত্তরনে অতীতের মতই এগিয়ে এসেছে ছাত্রসমাজ। তাদের ডাকে সায়
দিয়ে দেশের মানুষও মৃত্যু উপেক্ষা করে নেমে এসেছে রাস্তায়। সবাই দেখছে নতুন এক শুরুর
স্বপ্ন। আমার নিজেরও আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন
কিছু ইচ্ছা। চলুন দেখি আমার চোখে আগামীর বাংলাদেশ…
ধাপ ০১: প্রাথমিক কাজ
- বর্তমান সরকারের পদত্যাগ বা পতন
- স্বাভাবিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার লক্ষে একটি অন্তর্বতীকালীন নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিটি গঠন
- ৯০ দিনের ভিতর নতুন নির্বাচনের তারিখ প্রনয়ন
- ১০০ দিনের ভিতর নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহন
- সকল বিগত দিনের সকল ঘটনাবলীর উপর আন্তর্জাতিক তদন্ত কমিটি ঘটন
- ১৬ জুলাই নবজাগরণ দিবস হিসাবে প্রতিপালন করার প্রস্থাবনা
ধাপ ০২: সরকার কাঠামো
- রাষ্টপতি ও প্রধানমন্ত্রির ক্ষমতার ভারসাম্য বজায়
- দুইবারের বেশি রাষ্টপতি ও প্রধানমন্ত্রির পদে অধিষ্টিত না হওয়া
- নির্দলীয় সংসদ ব্যবস্থা চালু
- ক্ষেত্র বিশেষে গনভোটের ব্যবহার করা
ধাপ ০৩: সংবিধান ও ইতিহাস
- বিশেষ সংবিধান সংশোধন এর মাধ্যমে গন্তান্ত্রিক কাঠামোকে জোরদার করা
- দেশের সংবিধানকে জনকল্যানমূখী করা
- সংসদ সদস্যকে দল ও সরকারের পক্ষে-বিপক্ষে সমানভাবে কথা বলার স্বাধিনতা নিশ্চিত করা
- সামরিক ও জাতীয় নিরাপত্তা ছাড়া যে কোন ধরণের অভ্যন্তরীণ ও বিদেশী চুক্তি নিয়ে উন্মুক্ত আলোচনা করা
- দল কেদ্রিক ইতিহাস চর্চা না করে সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা
ধাপ ০৪: স্বরাষ্ট্র ও প্রশাসন
- দূর্নীতি ও ঘুষ মুক্ত করার লক্ষে প্রশাসনকে ঢেলে সাজানো
- একটি জাতীয় গোয়েন্দা সংস্থা গঠন করা যা দূর্নীতি দমন করতে সহায়তা করবে
- সরকারী কার্যক্রমে জড়িত কর্মকরতা ও কর্মচারীদের উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি
- দূর্নীতি দমন কমিশনকে স্বাধিনভাবে কাজ করতে দেওয়ার ক্ষমতা তবে তাদের কার্যক্রমকেও জাতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রন করা
- এন্টিটেররিজম ইউনিট ছাড়া সাধারণ পুলিশ ও অন্যান্য বাহিনীর অস্র ব্যবহারের ক্ষমতা হ্রাস করা
আরও অনেক
কিছু আছে, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ঢাকা নির্ভরতা কমানো, রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন
ইত্যাদি ইত্যাদি। চিন্তা করার কোন শেষ নাই।
এগুলো কেবলই আমার ব্যক্তিগত চিন্তা ধারার ফসল। আপনিও অনেকগুলোর সাথে একমত হবেনা এটাই
স্বাভাবিক। হয়তো আপনি যে পরিকল্পনা করলেন তা আমার থেকে অনেকও উত্তম। চলুন গড়ে তুলি
আমার সোনার বাংলা, স্বপ্নের বাংলাদেশ।
লেখাঃ আসমাউল
হোসেন কাওসার
স্থপতি ও
লেখক
১৫:৫১, আগস্ট ০১, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন