বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

হয়তো একদিন

এই অনুভূতিগুলো হয়তো একদিন হারিয়ে যাবে;
ক্ষণিকের নিরবতায় অস্থির হয়ে যাওয়া
তোমার কান্না হৃদয়ে ঝড় তুলা সন্ধ্যা
পছন্দের বাগানবিলাস খুঁজার প্রচেষ্টা
উন্মাদের মত তীব্র আকাঙ্খা;
নির্লজ্জ আহ্বান
সব কিছুই হয়তো এক সময় মনে হবে নিষ্প্রাণ । 

হয়তো এমনও একদিন আসবে
যেদিন তোমার খারাপ লাগা
নীল বিবর্ণমুখ, অশ্রুজল, সুখ-অসুখ
আমার মন খারাপ দেবেনা আর,
তোমার কঠিন হাসি ভেতর করে দেবেনা আর ছাড়খার।
তোমার দূরত্ব বাড়ানোর খেলায়
আমিও হয়তো অভ্যস্ত যাব একদিন।
বেঁচে থেকেও লাশ হয়ে ঘুরব তোমার শহরে
নীরবে নীরবে,
আর এই অনুভূতিগুলোও হয়তো একদিন হারিয়ে যাবে।

বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

বিন্দু

আমি একটা বিন্দু
কাঙ্খিত বৃত্তের কেন্দ্রে অবস্থান খুঁজে বেড়াই।
পরিধির চারপাশে পরিভ্রমণ করছি সহস্র শতাব্দী ধরে।
কেন্দ্র স্পর্শ করতে পারিনা।

সেই বৃত্তটির নাম দিয়েছি কষ্ট।
সে যখন অন্য কারো জন্য উদাস,
আমার হৃদয় তখন অস্থির;
তার মুখে এক চিমটি হাসির জন্য
কি না করতে পারি আমি...
হাসি মুখেই অন্য কারো হাতে তুলে পারি।
এর চেয়ে বড় বিসর্জন দেওয়ার ক্ষমতা যে আমার আর নেই।
তার নিস্তব্ধতা আমাকে ফেলে দেয় অতলে...
বৃত্তের পরিধি ধরে একটা তল খুঁজে যাই,
কিন্তু খুঁজে পাইনা।
আমি একটা বিন্দু
কাঙ্খিত বৃত্তের কেন্দ্রে অবস্থান খুঁজে বেড়াই।
পরিধির চারপাশে পরিভ্রমণ করছি সহস্র শতাব্দী ধরে।
কেন্দ্র স্পর্শ করতে পারিনা।

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

ফেরারি ব্রহ্মা

যদি ব্রহ্মা হতাম,
আমার সরস্বতীর জন্য ঠিক তার মত করে নতুন একটা স্বর্গ বানিয়ে দিতাম।

কিংবা, কে জানে?
সেই স্বর্গে বোধহয় আমার কোন জায়গা ছিল না;
তাই পালিয়ে এসেছি ধূলোর পৃথিবীতে।