সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

অভাগী

অতঃপর জীবনে সে এল,
যার সাথে আগে কখনো দেখা হয়নি।
যাকে কখনো কল্পনা করিনি
শিল্পী হয়ে তার ছবি হৃদয়ে আঁকা হয়নি
কবি মনের আকাঙ্খা হয়ে পদ্যে স্থান পায়নি
খুবই সাধারণ একজন।
  
তাকে বুঝতে বুঝতেই হয়তো যৌবন দীপ্ত নিঃশেষ হয়ে যাবে,
মাঝখানে হয়তো কিছু দিনের জন্য তার প্রেমও পড়ে যেতে পারি
কিন্তু জৈবিক তৃপ্তি নিবারণের পরই মনে হবে...
এ তো কেবলই কামনা
এখানে ভালবাসা খুঁজা পণ্ডশ্রম।
আহা,  কি অভাগী হবে একজন সে!
  
অথচ, তোমাকে কোথায় কল্পনা করিনি আমি?
প্যারিসে স্যেন নদীর তীরে,
বসফরাস প্রণালির উপকন্ঠে
মরুর বুকে জেগে থাকা নীল নদের মতো
অ্যামাজন, রুশ বিল্পব বা জি তাও এর সূরে
তোমাকেই চেয়েছিলাম গভীর অনুরাগে...
এইসব তো আর সেই অভাগী জানত না আগে।

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

নির্লজ্জ

নির্লজ্জভাবে ভালবাসতে চাই।
লোকাল ট্রেনের বগিতে
অলিতে-গলিতে
বাসের সিটে, পার্কের ব্রেঞ্চে,
নাট্যমঞ্চে...
গ্রামে-গঞ্জে;
স্বর্গে, নরকে বা দিগন্তহীন কুঞ্জে।

যখন যেখানেই থাকিনা কেন,
যদি এক তিলক সুযোগ পাই।
কেবল নির্লজ্জের মত
আমি ভালবাসিতে চাই।

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

হেলেন; (Helen of Troy)

হঠাৎই হেলেনা'র সাথে দেখা,
প্রথমে তো আমি চিনতেই পারিনি
খানিকটা অন্যমনস্ক ছিলাম।

অতি সুন্দরীদের হাসিতে
ঠিক যতখানি অহংকার থাকার কথা
ঠিক ততটুকু অহংকার নিয়ে
ছোট করে একটি হাসি দিল।
বলল, "আমি হেলেন,
হেলেন অব ট্রয়।
জিউস কন্যা।"

তোমাকে কে না চিনে,
কে না জানে রূপের আখ্যান।
যার সৌন্দর্য ধ্বংস করে দিয়েছিল একটি নগর
কি ভয়ংকর সৌন্দর্যরূপ!
যেন শুভ্র তুষারে লুকিয়ে থাকা মৃত্যুর হাতছানি।

রমনীরা বোধয় সৌন্দর্যচর্চা উপভোগ করে।
আমাকে বলল, আচ্ছা আমি আসলেই ততটা সুন্দরী?

খানিকটা সময় নিয়ে বলেছিলাম,
হয়তো!
কিন্তু তুমি তো আমার আফ্রোদিতির মত নয়।