কয়েকদিন আগে একজন মানুষের মৃত্যু হল
অথচ সভ্যতার চরম শিখরে থাকা সমজাতীয়রা টেরই পেল না।
সে স্বভাবে ছিল ব্যক্তিত্বহীন
ভাবে কবি, এ কালের উদ্বাস্তু।
প্রেয়সীর প্রতি তীব্র আকাঙ্খা
আরও একবার মেরে ফেলল তাকে।
কবি তার কাঙ্খিত নারীর স্পর্শ পাবে
এ নিয়ম পৃথিবীতে নেই।
কবি সে কথা জানত।
তাই তো কেবল আকাঙ্খা করেছে
স্পর্শ চায়নি।
এ অধিকারটুকুও কেড়ে নেওয়া হল।
কবি মনের সঞ্চিত ভালবাসাটুকু উজার করে দিতে চেয়েছে।
বিনিময়ে কিছু পেতে চায়নি।
ভালবাসার দুর্ভিক্ষ চলছে নগরে নগরে।
কর্পোরেটের ভেজাল পণ্যে প্যারিসের বুক থেকে হারিয়ে গেছে
খাটি পারফিউমের সুভাস,
পৃথিবী হয়ে ভালবাসা শূন্য।
আর ছটফট করতে করতে মরে গেল কবি।
এখন সে একটা ক্যালসিয়াম কার্বোনেটের কাঠামো
তার হার্ট কেবলই রক্ত পাম্প করার মেশিন
মাথায় প্রসেসিং ইউনিট।
পা দুটো শরীরের ভার বয়ে বেড়ায় গ্লোবালাইজেশন এর চক্করে পড়ে।
হয়ত এমনি করে আরও কয়েক যুগ যন্ত্রগুলি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে।
....
কযেক যুগ পর যখন হার্ট পাম্প করবে না
কিংবা প্রসেসিং ইউনিট স্তব্ধ হয়ে যাবে
সে দিন তোমরা তাকে দেখতে আসবে।
আফসোস করবে, ডাকবে ফের উঠার জন্য।
তখন আর ডেকে কি লাভ...
ও তো মরেছিল তারও অনেক আগে
কে জানে তখন একবার ডাক দিলে
হয়ত কবি আবার বেঁচে যেতে পারত।
Sep 19, 2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন