মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

অদ্ভুত মৃত্যু

এ ডাকে, ও ডাকে;
ইচ্ছে করে না সাড়া দিতে
কেন জানি মনে হয়
মনে হয়, আমি মারা গেছি।
অনেক দিন আগে
কোন এক অতি সাধারণ রাতে।

কিন্তু অদ্ভুত সেই মৃত্যু!
কেবল একবার, একবার যদি ডাক তোমি
আরও একবার,
আরও একবার বেঁচে যেতে পাবর আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন