শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

নিরবতা

নিরবতারও একটি ভাষা আছে
কি তীব্র তার অনুভূতি
যেন দুর্ভিক্ষের মত তীব্র
 
নিরবতা যেন বলে দিয়েছে
থেকে যাও বলার পরেও যাকে ধরে রাখতে পারিনি
কিছু না বলার পরও সে ফিরে এসেছে
ঘূর্ণিঝড়ের মত প্রবল হয়ে
যেন সামনে থাকা যে কোন বাঁধা চূর্ণ হয়ে যাবে নিমিষেই


Oct 07, 2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন