শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বৃথা বিসর্জন

ছেলেবেলায় আমার নদী জমানোর শখ ছিল।
পদ্মা, মেঘনা, ফেনী, করতোয়া'র মত
তের নদী হয়ে গিয়েছিল।
সাত সমুদ্রও নিজের নামে লিখিয়ে নিয়েছিলাম।
সাত সমুদ্র তেরটি নদীর ওপার নাকি
আমার সেই রাজকুমারীর রাজ্য।
  
চতুর্দশেই পেয়ে গেলাম পার্বতীর দেখা।
ব্যাস, বোকার মত অমনি করে দিয়ে দিলাম
আমার সব সম্পদ।
বুঝতে পারিনি সে হবে অন্য কোন জমিদারের ঘরণী।
সেদিনের সব হারানোর আত্মচিৎকার
আজও ভূলিনি আমি।
  
একদিন দেখা পেলাম কয়েকটি কাঠপেন্সিল
আর পুরাতন এক তুলির দেখা
এগুলো দিয়ে নাকি স্বপ্ন আঁকা যায়।
আমি স্বপ্ন বুনতে শুরু করলাম
আর ভেঙে গেল পেন্সিল
নীল আলোয় রক্তাক্ত হল হৃদয়।
  
তারপর আমি হলাম কবি;
একালের উদ্বাস্তু।
অনেক খুঁজে একটি ছোট নদীর দেখা পেলাম।
রূপসা।
এই ছোট্ট নদীটাকে সাগর বানিয়ে
আমি নাম দিলাম রূপসাগর।
পণ করেছিলাম যাই হোক না কেন
এ নদী আমি কাউকে দিব না।
  
এ নদীটাকেও রাখতে পারলাম না,
একদিন প্রেমের দেবী আফ্রোদিতি এল
তাদের উপঢৌকন না দিলে মান কি আর রয়?
আমার কাছে এই নদীটি ছাড়া আর কিছু ছিল না তখন।
আমি ভীতসম্ভ্রমে খানিকটা অগোচরে তার বাহনে রেখে দিলাম।
  
সে যখনই টের পেল, ছুঁড়ে ফেলে দিল।
তার জন্য রাজকোষ উন্মুক্ত করে দিবে
এমন রাজকুমারের অভাব হবেনা জানি।
কিন্তু আর কেউ তার অতিপ্রিয় বস্তুটিকে উৎসর্গ করবেনা
সে ব্যাপারে আমি নিশ্চিত।
  
আমার অতিপ্রিয় বিসর্জনও তার জন্য যথেষ্ট হবে না
সে আমি জানতাম।
তবুও জেনে শুনে আরও করা একটি ভুল।

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নিখোঁজ থ্যানাটোস

দুই পক্ষ যুদ্ধ করছে।
তারা ভয়ংকরভাবে আহত হচ্ছে
কিন্তু মৃত্যু হচ্ছে না।
মৃত্যু কোথায়?
মৃত্যু!

এপিটাফ; পৃষ্ঠা ১০১

কয়েকদিন আগে একজন মানুষের মৃত্যু হল
অথচ সভ্যতার চরম শিখরে থাকা সমজাতীয়রা টেরই পেল না।
সে স্বভাবে ছিল ব্যক্তিত্বহীন
ভাবে কবি, এ কালের উদ্বাস্তু।
প্রেয়সীর প্রতি তীব্র আকাঙ্খা
আরও একবার মেরে ফেলল তাকে।

কবি তার কাঙ্খিত নারীর স্পর্শ পাবে
এ নিয়ম পৃথিবীতে নেই।
কবি সে কথা জানত।
তাই তো কেবল আকাঙ্খা করেছে
স্পর্শ চায়নি।
এ অধিকারটুকুও কেড়ে নেওয়া হল।
কবি মনের সঞ্চিত ভালবাসাটুকু উজার করে দিতে চেয়েছে।
বিনিময়ে কিছু পেতে চায়নি।

ভালবাসার দুর্ভিক্ষ চলছে নগরে নগরে।
কর্পোরেটের ভেজাল পণ্যে প্যারিসের বুক থেকে হারিয়ে গেছে
খাটি পারফিউমের সুভাস,
পৃথিবী হয়ে ভালবাসা শূন্য।
আর ছটফট করতে করতে মরে গেল কবি।

এখন সে একটা ক্যালসিয়াম কার্বোনেটের কাঠামো
তার হার্ট কেবলই রক্ত পাম্প করার মেশিন
মাথায় প্রসেসিং ইউনিট।
পা দুটো শরীরের ভার বয়ে বেড়ায় গ্লোবালাইজেশন এর চক্করে পড়ে।
হয়ত এমনি করে আরও কয়েক যুগ যন্ত্রগুলি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে।
....
কযেক যুগ পর যখন হার্ট পাম্প করবে না
কিংবা প্রসেসিং ইউনিট স্তব্ধ হয়ে যাবে
সে দিন তোমরা তাকে দেখতে আসবে।
আফসোস করবে, ডাকবে ফের উঠার জন্য।
তখন আর ডেকে কি লাভ...
ও তো মরেছিল তারও অনেক আগে
কে জানে তখন একবার ডাক দিলে
হয়ত কবি আবার বেঁচে যেতে পারত।


Sep 19, 2021

আমি ভালো নেই

আমি ভালো নেই প্রিয়তমা,
আমি ভালো নেই;
তোমার ভাবনা জুরে কর্পোরেট কনক্রিট
আমার জায়গা কই?

অদ্ভুত মৃত্যু

এ ডাকে, ও ডাকে;
ইচ্ছে করে না সাড়া দিতে
কেন জানি মনে হয়
মনে হয়, আমি মারা গেছি।
অনেক দিন আগে
কোন এক অতি সাধারণ রাতে।

কিন্তু অদ্ভুত সেই মৃত্যু!
কেবল একবার, একবার যদি ডাক তোমি
আরও একবার,
আরও একবার বেঁচে যেতে পাবর আমি।

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

নিরবতা

নিরবতারও একটি ভাষা আছে
কি তীব্র তার অনুভূতি
যেন দুর্ভিক্ষের মত তীব্র
 
নিরবতা যেন বলে দিয়েছে
থেকে যাও বলার পরেও যাকে ধরে রাখতে পারিনি
কিছু না বলার পরও সে ফিরে এসেছে
ঘূর্ণিঝড়ের মত প্রবল হয়ে
যেন সামনে থাকা যে কোন বাঁধা চূর্ণ হয়ে যাবে নিমিষেই


Oct 07, 2021

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

मेरे ज़िंदह

जब तू मेरे साथै

असा लगताहै, तमाम दुनिया मेरे साथै

इ नहीं की तेरे बिना जीना नहीं सटका।


ऐसा जीना में न खुस हे

न सपना

बस एक ज़िन्दगी

जो हर पल मोत का इंतज़ार कोरे।


तू मेरे खुस

मेरे हसी

मेरे  सपना

तुहि तू मेरे ज़िन्दगी।