বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নিঃসঙ্গতার একশ এক

প্রতীক্ষায় কাটানো দীর্ঘ অপেক্ষাটাও ছিল আনন্দময়
অথচ, এক মুহূর্তের উপেক্ষায়
নিজেকে কেবল মৃতই বলে মনে হয়।

হয়তো বা তারচেয়েও বেশি শান্তি মৃত্যুর পর,
হায়! নিঃসঙ্গতায় কাটানো আমার একশ এক বছর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন