বহু দিন ধরে একটা গল্প নিজের ভেতর চেপে রেখেছি,
একটা নিরব ভালবাসার গল্প।
না, এমনটা হওয়ার কথা ছিল না
হৃদয়কে দমিয়ে রাখতে পারিনি শেষ পর্যন্ত,
যতই নিজেকে বোঝ দিতে চেয়েছি
ততই অবুঝ মন উথলে ওঠেছে।
অথচ;
আমার জীবনে তার অবস্থান ইরেজারের মত,
যার স্পর্শে অতীতের গল্পগুলি অস্তিত্বহীন হয়ে পড়ে;
কিন্তু, সে কেবল মুছতেই পারে...
ইরেজার দিয়ে তো আর গল্প লেখা যায় না।
এ জন্মটা না হয় একটা সাদা পাতা হয়েই কাটিয়ে দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন