শুক্রবার, ২ জুলাই, ২০২১

আলবাট্রস

কবিতা লেখা দুষ্কর হয়ে গেছে।
চিত্রকর্মের মতো একটি রূপ ধারণ করতে চায়।
ভাগ্যিস, আমি এদুয়ার মত চিত্রকার নই!
নয়তো, নিজের ভেতর লুকিয়ে রাখা কল্পটা
নগ্ন অলম্পিয়া হয়ে লটকে যেত দেয়ালে।

আমি সেই মুক্ত আলবাট্রস যে ভালবাসা চুপকে;
ওড়ে যায় সুমেরু দিগন্ত থেকে কুমেরু দিগন্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন