শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নিঃশব্দ বচন

আমার এই নিস্তব্ধতা ভাঙার ভাষা কোথা পাই?
ঝরা পাতার মর্মর ধ্বণি কে বুঝিবে হায়!
নিশ্চুপ শব্দগুলি খুঁজে পায়না বচন...
জিতে ছিলাম ঠিকই। তবুও শূন্য ময়ূর সিংহাসন।

ভালবাসা দূরে গিয়ে অভিমান হয়, উপেক্ষা হয় ক্রোধ
হাজার বছর ধরে ধ্রুপদী'রা কাঁদে, জাগ্রত হয়না বোধ।

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

একটি ঝগড়া এবং অতঃপর

এরকম একটি তারিখই তো ছিল
শুধু বদলে গেছে পাচটি ক্যালেন্ডার।
অধরা স্পর্শের সাথে আমার একবারই ঝগড়া হয়েছিল ;
খুব যে বলার মত ঝগড়া তাও নয়
ছোটখাট মনোমালিন্যের মত একটা ব্যাপার
কিছু মানুষের কাছে অভিমানের পাল্লাটা একটু বেশিই থাকে
বেশি অধিকার খাটাতে গিয়ে হঠাৎই আবিষ্কৃত হয় অনাধিকার চর্চা।
না, এত অধিকার তো আমাকে দেওয়া হয়নি।
না সে কখনো আমার ছিল
না সে কখনো আমার হবে
তবুও তো মনে হয় তার অনিষ্ট আমার অনিষ্ট।
অনাধিকার চর্চাটাও না করতে পরে
মুছে ফেলেছিলাম বন্ধুতালিকা থেকে
রুদ্ধ করে দিয়েছিলাম দ্বার।

সে আজ এক কল্পনা ছাড়া কিছুই নয়
সে কল্পলোকে এসে, মুচকি করে হেসে
বলে, "আপনি জানেননা, আমি না একটা মিচকা শয়তান"।
আমিও সুযোগ পেলেই তার কথা উত্তর দেই;
কেউ যখন বলে, "কেমন চা খাবেন?"
আমিও তো সেই কথাটিই বলি যা তাকে বলতাম
"চিনির সল্পতা, দুধের আধিক্য।"
বিদায়সম্ভাষণে এখনো বলি, টাটা।

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

থার্ডক্লাশ অডিয়েন্স

আমি এক পেয়ালা চায়ের সন্ধ্যানে হেটে চলেছি সুদীর্ঘ রজনী
পথে একদল ভিখারি অনাহারে চিৎকার করে চলেছে।
বড় বড় পুঁজিবাদী দেশ গুলি তেলের বিনিময়ে খাদ্য না দিয়ে
গ্রেনেড আর AK-47 তুলে দিচ্ছে হাতে।
গ্রেনেডে ক্ষতবিক্ষত তারই মত আরেক ক্ষুদার্ত ভাই।
রক্তের প্লাবনে গভীর সমুদ্র মরুর বুকে।
ঐ দিকে বাজার নষ্ট হবে বলে জাহাজ ভর্তি খাদ্যশষ্য
কান্না করে ডুবে যায় আটলান্টিকের গহীনে।

আমাজন-সুন্দরবন খেয়ে ফেলা জনাবরাও
বিশ্ব উষ্ণায়ন নিয়ে জাতিসংঘের মঞ্চে ভাষণ দেয়
বাহ! বাহ! বলে তালি দিতে থাকে একের পর এক নিউক্লিয়ার পরীক্ষা করা সহোদররা;

পৃথিবীকে শুধু তারাই রক্ষা করতে পারে।
পৃথিবীর বিশাল নাট্যমঞ্চে আমরা তো কেবলই থার্ডক্লাশ অডিয়েন্স।