এলোকেশী,
গোধূলির রক্তিম আভা উপেক্ষা করে তুমি এলে।
তোমায় প্রথম চেয়েছিলাম শরতের কান্নায়
কুয়াশার চাদরে মোড়ানো কোন এক সকালে
আমার সেই নিঃসঙ্গতার বারুদে সূর্য জ্বলে ছাড়খার মধ্য দুপুরে
প্রাণহীন মরুর উদ্ভব বিষুবীয় প্রান্তরে
একবিন্দু জল করেনি এতটুকু করোনা,
এলোকেশী তখন তো তুমি পাশে ছিলে না।
শারদীয় বিকালের হঠাৎ বৃষ্টিতে ভিজে
চুপসে জবুজবু আমি
পাশের কনক্রিটের স্তম্ভ ক্ষয়ে ক্ষয়ে নিঃশব্দে হয়ে যায় অস্তিত্বহীন পলি জমি
যেন অবশিষ্ট থাকে না একটিও কণা।
এলোকেশী তখন তো তুমি পাশে ছিলে না।
সন্ধ্যায় মেঘ কেটে যখন মন সিক্ত
সিধুররাঙা রক্তিম আভায়,
বিষাদ যাতনা সব হারিয়ে
নতুন স্বপ্নের দ্বার গোড়ায়;
অতঃপর তোমি এলে।
হঠাৎই তুমি আঁধার নামিয়ে বর্ণালী সন্ধ্যা কেঁড়ে নিলে।
এলোকেশী,
গোধূলির রক্তিম আভা উপেক্ষা করে তুমি এলে।