সোমবার, ১৫ মার্চ, ২০২১

আকাঙ্খা

তোমাকে দেখার আকাঙ্খা যে কত তীব্র
তা কেবল এই রাজপথ জানে।
শূন্য প্রান্তরে অবিরাম ছুটে চলা
চোখের কোণে রাখা সহস্র নিশ্চুপ শব্দ,
বেড়িবাঁধ ভেঙে দেওয়ার প্রত্যয়ে
কাটিয়ে দিয়েছে নক্ষত্রসম অব্দ।
যুগান্তরের জলধি পেরিয়ে
ফের আবার ঠায় দাড়িয়ে;
ফিরে দেখি পিছু পানে...
তোমার হৃদয় ছুয়ে যাবার আকাঙ্খা যে কত তীব্র
তা কেবল এই অন্ধ রাত জানে।

শনিবার, ১৩ মার্চ, ২০২১

একজন সে

সে এমনি একজন
যাকে আমার সচেতন এড়িয়ে যায়,
কৃষ্ণগহ্বের মত আকর্ষণী ক্ষমতা।
কোন যুক্তিতেই সে আমার নয়,
অথচ, অবচেতন মনের আকাঙ্খা
উপেক্ষা করা দায়!
সে এমনি একজন
যাকে আমার সচেতন এড়িয়ে যায়।

বুধবার, ১০ মার্চ, ২০২১

এলোকেশী

এলোকেশী,
গোধূলির রক্তিম আভা উপেক্ষা করে তুমি এলে।
তোমায় প্রথম চেয়েছিলাম শরতের কান্নায়
কুয়াশার চাদরে মোড়ানো কোন এক সকালে
আমার সেই নিঃসঙ্গতার বারুদে সূর্য জ্বলে ছাড়খার মধ্য দুপুরে
প্রাণহীন মরুর উদ্ভব বিষুবীয় প্রান্তরে
একবিন্দু জল করেনি এতটুকু করোনা,
এলোকেশী তখন তো তুমি পাশে ছিলে  না।

শারদীয় বিকালের হঠাৎ বৃষ্টিতে ভিজে
চুপসে জবুজবু আমি
পাশের কনক্রিটের স্তম্ভ ক্ষয়ে ক্ষয়ে নিঃশব্দে হয়ে যায় অস্তিত্বহীন পলি জমি
যেন অবশিষ্ট থাকে না একটিও কণা।
এলোকেশী তখন তো তুমি পাশে ছিলে  না।

সন্ধ্যায় মেঘ কেটে যখন মন সিক্ত
সিধুররাঙা রক্তিম আভায়,
বিষাদ যাতনা সব হারিয়ে
নতুন স্বপ্নের দ্বার গোড়ায়;
অতঃপর তোমি এলে।
হঠাৎই তুমি আঁধার নামিয়ে বর্ণালী সন্ধ্যা কেঁড়ে নিলে।
এলোকেশী,
গোধূলির রক্তিম আভা উপেক্ষা করে তুমি এলে।

সোমবার, ১ মার্চ, ২০২১

নাটাই ছেঁড়া ঘুড়ি

প্রিয়তমা,
তোমি সেই একজন যার জন্য আমি স্বর্গটাকেও উপেক্ষা করতে পারি,
আমার কাছে ভালবাসা মানে
নাটাই ছেঁড়া এক ঘুড়ি।
ঈশানে তার অস্ত ডুবে
পুবে নতুন কুঁড়ি।

সুতার টানে আলো আনে
দ্বিপ শিখা চিরন্তন
তবু অর্ধেক তার দেখি
অর্ধেক থাকে বাকি
আজন্মের প্রহসন।

পূর্ণতার খোঁজে
এক জোনাক বিহীন সাঁঝে
অগ্নিকুণ্ডে আরোহন করি,
তোমি সেই একজন যার জন্য আমি স্বর্গটাকেও উপেক্ষা করতে পারি।