খুজে চলেছি একটি ফুল,
ঠিক নিজের মত করে।
জাত-অজাতে নানা ফুল চলে এল সামনে।
গোলাপের ফুল বলল,
"আমি গোলাপ
ফুলের রাণী।
আমার সৌন্দর্যে ধরণী অভিভূত,
রাজ বিলাসিতার প্রতিক।
তোমি কি আমায় খুজছ?"
.
"না, আমি কোন যুবরাজ নই,
বিলাসিতা আমাতে হয় না।"
গোলাপ এবার ঐশর্য্য মেলে ধরল।
"গোলাপ ফুল তোমি সত্যিই সুন্দর।
কিন্তু এ আমার জন্য নয়"
গোলাপফুল তার অভিজাত্যে ধরে রেখে ফিরে গেল।
গন্ধরাজও তার সহচর।
.
তারপর সামনে এসে দাড়াল রজনীগন্ধা।
অতি সাধারণ দেখতে।
ভালই লাগল।
বলল, "দিনে আমাকে এরকম সাধারণই দেখায়
কিন্তু, রাতে আমি নিজেকে বিকশিত করি।
গন্ধে মাতাল হয়ে সবাই পতঙ্গের ন্যায় ছুটতে থাকে।"
.
"না, আমি চেয়েছিলাম সাধারণ একজন,
যে সর্বদা একই রূপে ধরা দেবে।"
যদিও সে এখন মিনতি করছে
আমি বেলা পড়ে এলে সে আর আমার থাকবে না।
তাকে শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষমতা আমার নেই।
হাছনা-হেনা, বকুল, জুই...
এরা কেউ এমন নয়,
যেমনটা আমি চাই।
.
আমি হাটতে হাটতে চলে এলাম
কোন এক অর্ধমৃত নদীর তীরে।
নদীর অববাহিকায় সারি সারি কমলি গাছ।
কতগুলি সবুজ পাতার ফাকে একটি কমলি ফুল
বাতাসের স্রোতে একটু উকি মেরে
আবার নিজেকে আড়াল করে নিচ্ছে
এই তো সে।
তাকেই তো আমি খুজছি।
ঠিক এমন একজন
যেমনটা আমি চাই।
বললাম, "এত লজ্জা কি তোমার?"
বলল, "লজ্জাই তো আমার অহংকার"
বললাম, "হে কমলিফুল, তোমি কি আমার হবে?"
কমলিফুল কোন রকমে এক পলক তাকিয়ে বলল, "জানিনা"।
বেচারী আবার সবুজ পাতার আড়ালে চলে গেছে।
বড্ড লাজুক ফুল।
এই তো সে।
তাকেই তো আমি খুজছি।
ঠিক এমন একজন
যেমনটা আমি চাই।
হে কমলিফুল, "আমি তোমাকে ভালবাসি"।
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
কমলিফুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন