শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

কৃষ্ণপক্ষের অর্ধচন্দ্র

"সামনে যখন তোমি,
চারপাশ তখন অন্ধকার।
যেন মৃত-কাল মাহেন্ঞ্জদারো'র বুকে
জেগে উঠেছে একখানি সপ্তমীর চাঁদ।"
.
না সপ্তমীর চাঁদ হয় কি করে?
অনেক আগেই তো পূর্ণিমা হারিয়েছে
চতুর্দশীর  কোন এক রাতে।
এ তো পূর্ণিমা খুইয়ে ফেলা
একবিংশের অর্ধচন্দ্র!
.
আমি তাকে দেখে আসছি
অনেককাল আগে থেকেই...
চতুর্দশী বালিকার চোখে আমি দেখেছি
নিষ্পাপ অবুঝ ভালবাসা
ষোড়শী বালিকার চোখে দেখেছি
কামনাময় আবেগের ঢল
আর অষ্টাদশী বালিকার চোখে দেখেছি
সব কিছু হারানোর অভিমানী জল।
.
আর এ তো একবিংশের কথ।
এত বড় হয় কি করে?
মানুষ মাত্রই নাকি ভূল,
কবিরাও তাহলে মানুষ!
.
সপ্তমী আর একবিংশের চাঁদের মাঝে মিল কি?
দুটোই অর্ধচন্দ্র।
সপ্তমীর চাঁদ খুজে পূণিমার সাধ
আর একবিংশের চাঁদ
নিঃশেষ হতে চায়
হাজার বছরের মৃত-কাল
মাহেন্ঞ্জদারো'র অন্ধকারে।
.

October 07, 2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন