বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

লজ্জা

_______________________
জ্বলে জ্বলে ক্লান্ত সূর্য।
সন্ধ্যায় ঘুমিয়েছে,
সকালে উঠবে।
আমিও জ্বলি
রাত জেগে জেগে
দিবাকরকে ফাকি দিয়ে।
যেদিন ভালবাসা শিখেছিলাম
সেদিন বলেছিলাম আমৃত্যু পাশে থাকব।
সে অনেক দিন আগের কথা
তখন কোন প্রেমময় বসন্ত ছিল না
আকাশের বুক ফাটানো গ্রীষ্মের দুপুর
ভাস্কর সেই সময়ের সাক্ষী।
সে সাক্ষী হতে চাইছিল না
আমি প্রকৃতিকর্তার দোহাই দিয়েছিলাম
তাই তো লজ্জায় তাকে মুখ দেখাতে পারিনা।
আমি রাতে, রবি দিনে
জ্বলে যাই নিরবধি
আর লজ্জায় কেউ কাউকে মুখ দেখাতে পারি না।
অন্ধের মত প্রেম ছিল,
বেচে থাকার মত একটা স্বপ্ন ছিল।
বাহাদুরি করার করা ভালবাসা ছিল।
আজ কিছুই নেই।
আছে শুধু লজ্জা।
সবার থেকে আলাদা করার জন্য নির্মম এক ইতিহাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন