শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ভালবাসার সরূপ

পৃথিবীতে স্বার্থ ছাড়া কোন ভালবাসা নেই। মা-বাবা'র ভালবাসা হচ্ছে জিনগত প্রজাতি রক্ষার স্বার্থ যেটাকে আমরা নিঃস্বার্থ বলে ভাবি। আপনাকে আপনার বাবা-মা যেভাবে ভালবেসেছে আপনিও সেভাবেই আপনার সন্তানদের ভালবাসবেন। সন্তানদের যতটা ভালবাসা যায় মা-বাবা'কে ততটা না। কারণ, প্রকৃতিকর্তা ভবিষ্যতকেই বেশি প্রাধান্য দেয়।

আরেটা ভালবাসা হচ্ছে জৈবিক স্বার্থ। এতে আপনি আনন্দের সাথে নতুন জীবনের আগমন ঘটান। প্রকৃতিকর্তা আপনাকে এক অভাবনীয় আনন্দ দিয়ে তার স্বার্থ হাসিল করে। এ এমনি এক আনন্দ! মানুষ তো বটেই নিরীহ পশুও যুদ্ধ করে। অবশ্য,  কিছু কিছু ক্ষেত্রে মানুষ পশুর চেয়ে খারাপ। সমকামীতার ব্যাপারে আমি কনফিউজড। আমার ধারণা এটা বিকৃত রুচি। নাকি প্রকৃতির কোন নতুন খেলা কে জানে।

আর ভাই-বোন, বন্ধু-বান্ধব আর যত আত্মীয়-সজন সবই ব্যক্তিস্বার্থের প্রয়োজনীতার উপর ভিত্তি করে গড়ে উঠে আবার স্বার্থে টান লাগলে ভেঙ্গেও যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন